চন্দনাইশে পুকুরের পানিতে পড়ে মো. মুনতাসির নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে হাশিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
মুনতাসির ওই এলাকার সাইফুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন সিএনজি চালক।
সাইফুদ্দিন জানান, দুপুরে রাস্তা থেকে মায়ের অসতর্কতায় হামাগুড়ি দিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পানি থেকে তুলে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।