রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চুয়েট ক্লাবের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন ২০২৪-২৫ সালের কার্যকরী পরিষদের নয়া কমিটির সভাপতি অধ্যাপক মো. মইনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা ও ক্লাবের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মামুনুর রশিদ।
পরে চুয়েট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার জীয়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে ক্লাব চ্যাম্পিয়ন হন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম। এ দিকে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে পিঠা উৎসব ও রাতে বসন্ত বরণ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
















