চট্টগ্রাম: সিটির নিউমার্কেট মোড় থেকে ফলমন্ডিতে পুনর্দখল ঠেকাতে অভিযানে চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত চালানো অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী, চৈতী সর্ববিদ্যা, মো. সাব্বির রহমান সানি৷
অভিযান সম্পর্কে চৈতী সর্ববিদ্যা বলেন, ‘রাস্তা, নালা ও ফুটপাত দখল করা প্রায় ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি আমরা৷ এ সময় অবৈধ দখলদাররা বাধা দিলে আমরা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পুনর্দখল ঠেকাতে মনিটরিং চলমান থাকবে।’
উচ্ছেদকালে অবৈধ দখলদারদের আচমকা হামলায় তিন পুলিশ ও চসিকের পরিচ্ছন্ন বিভাগের চার কর্মী আহত হয়েছে৷ দখলদাররা দুইটি ডাম্প ট্রাক, একটি পিকআপ ও চসিকের বিদ্যুৎ উপ-বিভাগের একটি এরিয়াল লিফট ভাংচুর করে৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে চসিক৷
অভিযানে চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।