আগামীকাল ৩০ জুন থেকে চট্টগ্রামে করোনার বিস্তার রোধে মোটর সাইকেলে চালক ছাড়া কোন আরোহী বা যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
আজ (২৯ জুন) মঙ্গলবার, প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শাহ আবদু রউফ।
তিনি জানান, বন্দর নগরীর জনসাধারণের মাঝে করোনা ভাইরাসের বিস্তার রোধে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সিএমপি। মোটর সাইকেল চলাচলের ক্ষেত্রে চালক অন্য কোন আরোহীকে বহন করতে পারবেন না। করোনার এই পরিস্থিতিতে জরুরী প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে মোটর সাইকেল ব্যবহারে একাধিক আরোহী নিয়ে চলাচলে যথাযথ সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হয় না। পাশাপাশি বিভিন্ন রাইড শেয়ারিং এপসের মাধ্যমে চলাচলে একই হেলমেট একাধিক ব্যাক্তি ব্যবহার করে থাকেন। যা করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি করছে।
নগরীর জনসাধারণকে এমতাবস্থায় মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে উক্ত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধও করেন তিনি।