চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সমিতি। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার বলেন, ‘শিক্ষক সমিতির ২৬ দফা দাবি ছিল। এর মধ্যে ২০ দফা দাবি আমি বহু পরিশ্রম করে বাস্তবায়ন করেছি। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। আমি শিক্ষক সমিতির সভাপতিকে বার বার কল করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও তাদের আমন্ত্রণ জানিয়েছেন। এর পূর্বে, দুইজন সিনিয়র প্রফেসর গেছেন ওনাদের কাছে। ওনারা আসছেন না। ওনাদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলা বিভাগের শিক্ষক নিয়োগ আমি স্থগিত রেখেছি। আইন অনুষদের বিষয়ে শিক্ষক সমিতির আলোচনা করে আমি সমাধান করতে চাচ্ছি দীর্ঘ দিন ধরে। ওনাদের আলোচনায় বসা উচিত।’
তিনি বলেন, ‘যখন দাবি পূরণের পরও তারা আলোচনায় বসছেন না, তখন বুঝতে হবে, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তারা বলছেন, আমাকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ, তারা প্রশাসনের দায়িত্ব নেয়ার জন্য এ আন্দোলন করছে। এটি ব্যক্তিগত স্বার্থ। তারা বলছেন, দুর্নীতি হয়েছে। এটি তাদের মুখের কথা। কারও কাছে কোন প্রমাণ নেই। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়েছে প্রমাণ দিতে পারলে আমি দায়িত্ব ছেড়ে দেব। শিক্ষক সমিতিকে আন্দোলন করতে হবে না।’
















