সীতাকুণ্ড, চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আই-ইইই কম্পিউটার সোসাইটির আইআইইউসি এসবিসির উদ্যোগে ‘নেক্সট বিগ অপর্চুনিটি ইন ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি’ শিরোনামে সেমিনার শনিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে
শিক্ষার্থীদের জন্য আয়োজিত সেমিনারটি ছিল স্থানীয় ও আন্তর্জাতিকভাবে আইটিতে কি ধরনের চাকরির খাত রয়েছে ও বর্তমান বিশ্বে এর চাহিদা কেমন, এ বিষয়ে বিশদ আলোচনা করা। সেমিনারটির আলোচনার বিষয় ছিল পাঁচটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, এআর/ভিআর, রোবোটিক্স ও স্পেস টেকনোলজি/মহাকাশ প্রযুক্তি।
সেমিনারে প্রধান অতিথি ছিল আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মছরুরুল মওলা। স্বাগত বক্তব্য দেন আই-ইইই কম্পিউটার সোসাইটি আইআইইউসি এসবিসির চেয়ারপারসন মোহাম্মদ সাজ্জাদ গনী শোভন। বিশেষ অতিথি ছিলেন আই-ইইই সিএস আইআইইউসি এসবিসির স্টুডেন্ট ব্রাঞ্চ কাউন্সেলর ইয়াসির আরাফাত, আইআইইউসির প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. আমান উল্লাহ ও আইকিউএসির ডিরেক্টর মো. দেলোয়ার হোসেন।
সেমিনারে সেশন চেয়ার ছিলেন সিএসই ডিপার্টমেন্টের প্রফেসর মোহাম্মদ শামসুল আলম।
সেমিনারের টেকনিক্যাল সেশন শুরু হয় অনুষ্ঠানের কীনোট স্পিকার আ্যামাজন ওয়েব সার্ভিস সলিউশনস আর্কিটেকচারের লিডার মোহাম্মদ মাহদি উজ্ জামানের বক্তব্যের মধ্য দিয়ে। তিনি বর্তমান বিশ্বের টেকনোলজিতে সবচেয়ে চাহিদাপূর্ণ ক্যারিয়ারসমূহ নিয়ে বিশদ আলোচনা করেন।
প্যানেল ডিসকাশন মডারেটর হিসেবে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট ৎআরিফুল হাসান অপু টেকনিক্যাল সেশনটি পরিচালনা করেন।
প্যানেল ডিসকাশনের অতিথি ও স্পিকারদের মধ্যে ছিলেন আইডিইবি রিসার্চ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের ডিরেক্টর জুবায়ের আল বিল্লাল খান, সিএসই ডিপার্টমেন্টের এমসিএসই প্রোগ্রাম কো-অর্ডিনেটর এসোসিয়েট প্রফেসর মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলিদ হাসান আকাশ ও ধুৃমকেতু-এক্সের সিনিয়র ম্যাশিন লার্নিং ইঞ্জিনিয়ার সারা করিম।
শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর আদান-প্রদানের মাধ্যমে সম্পূর্ণ টেকনিক্যাল সেশনটি পরিচালিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আই-ইইই কম্পিউটার সোসাইটি আইআইইউসি স্টুডেন্ট ব্রাঞ্চ চাপ্টারের জেনারেল সেক্রেটারি রাশেদুল আরেফিন ইফতি।
আই-ইইই কম্পিউটার সোসাইটি আইআইউসি এসবিসির ভাইস চেয়ারম্যান তাকিয়া সুলতানা নোভা সেমিনারে সমাপনী বক্তৃতা করেন।
















