রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে পিএমই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক সজল চন্দ্র বনিক, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নূর মোহাম্মদ, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সানাউল রাব্বী।
সেমিনারে রিসোর্স পারসন ছিলেন মডার্ন গ্রুপের প্ল্যান্ট হেড কোস্তাব আচার্য্য এবং জিএম (টেকনিক্যাল) সফল বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক কাকন সুলতানা।
















