মাদারীপুর জেলার শিবচরে ট্রলির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাদবরেরচর ইউনিয়নের লপ্তীকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সানজিদা (৪) সে লপ্তীকান্দি এলাকার সরোয়ার হোসেনের মেয়ে।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল সানজিদা।
এ সময় ইটবোঝাই একটি ট্রলি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সানজিদাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রলিটি জব্দ করেছে।