বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজারের কাউন্সিলর ঘাটা এলাকায় বিদ্যুৎ সঞ্চালন কোম্পানির রাখা পাওয়ার টিলারে ধাক্কা লেগে সিএনজি অটোরিক্সার ১ যাত্রী নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে ৩ জন।
গত ২৮ জুন দিবাগত রাত ১১ টা ৪৫ মিনিটে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলাবাজার সংলগ্ন জয়নগর পাড়ার নজু মিয়ার ছেলে মো. বাদশা (৫১)। তিনি এলাকায় মাছ ব্যবসা করতেন। আহতরা হলেন চকরিয়া উপজেলার বদরখালী গ্রামের মো. বেলাল (৪০), আবু তাহের(৩০), মো. শাহজাহান চৌধুরী (৪০)।
স্থানীয়দের অভিযোগে জানা গেছে, ১৭০০ কোটি টাকা ব্যয়ে ৪০০ কেভি ডাবল সার্কিট মেঘনাঘাট-মদুনাঘাট বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করছে কেইসি ইন্টারন্যাশানাল কোম্পানি। ওই কোম্পানির মালামাল পরিবহনের যাবতীয় গাড়ি ও মালামাল রাখা হয়েছে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজার সংলগ্ন কাউন্সিলর ঘাটায়। ওখানে কোটি কোটি টাকার মালামাল থাকলেও নাই কোন সড়কে কিংবা অফিসে সর্তকবার্তা । গত ২৮ জুন গভীর রাতে অন্ধকারে প্রধান সড়কের ওপর রাখা হয়েছে মালামাল সরবরাহকারী বেশ কয়েকটি পাওয়ার টিলার। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম শহর থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা কক্সবাজার জেলার চকরিয়া যাবার পথে প্রধান সড়কে রাখা ১টি পাওয়া টিলারে ধাক্কা লেগে এই ৪ জন হতাহতের ঘটনা ঘটেছে।
কেইসি ইন্টারন্যাশানালে কর্তব্যরত ঘটনাস্থলের এক ব্যক্তি নাজিম উদ্দিন বলেন, ‘ আমরা কোম্পানির চাকরি করি। কোম্পানির নির্দেশে এখানে মালামাল রাখি। আমাদের কোন দোষ নাই।
বাঁশখালী থানার উপপরিদর্শক বাবুল মিয়া বলেন, দূর্ঘটনায় নিহত ব্যক্তির পারিবারিকভাবে দাফন হয়েছে। আহত ৩ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। পাওয়ার টিলার ও সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।