চট্টগ্রাম: বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হওয়ায় মোহাম্মদ ওসমান খাঁনকে ইউনিয়ন ব্যাংক পিএলসি পেতন শাহ মাজার গেইট উপশাখার পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়েছে। সম্প্রতি তাকে এ সম্মাননা তুলেন দেন ইউনিয়ন ব্যাংক পেতন শাহ মাজার গেইট উপশাখার ইনচার্জ ছাবেদ বিন আলী।
সরকারের আহ্বানে সাড়া দিয়ে সব সময় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে সিআইপি হয়েছেন মুহাম্মদ ওসমান খাঁন। সরকার ২০২৩ সালের জন্য তাকে সিআইপি নির্বাচিত করে। গেল ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেয়া হয়।
সরকারের আহ্বানে সাড়া দিয়ে প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে সিআইপি মর্যাদা নেয়া উচিত বলে মনে করেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ ওসমান খাঁন। নিজ দেশের পাশাপাশি তার প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে আবুধাবীতে অনেকে নয়া কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। আল টায়ার অটো ইলেকট্রিক অ্যান্ড এসি রিপিয়ারিং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুহাম্মদ ওসমান খাঁন একজন সফল ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাও। আবুধাবির পাশাপাশি তিনি বাংলাদেশেও বিনিয়োগ ও কর্মসংস্থানে বেশকিছু উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নে কাজ শুরু করেছেন।
ব্যবসায়-বাণিজ্যের পাশাপাশি তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নে এরমধ্যে অবদান রাখতে সক্ষম হয়েছেন। চট্টগ্রামসহ দেশের অন্যান্য জায়গায় গড়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান। ওসমান খাঁন স্বপ্ন দেখেন আধুনিক ও উন্নত বাংলাদেশের। এ কারণে অক্লান্ত পরিশ্রমে অর্জিত অর্থ নিজ দেশে এনে উন্নয়নমুখী নানা খাতে বিনিয়োগ করছেন। চরম ডলার সংকটের মুহূর্তে তিনি রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছেন।
এ ব্যাপারে ওসমান খাঁন জানান, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে আমি আজকের এই অবস্থানে এসেছি। নিজ পরিবারের পাশাপাশি দেশের মানুষের জন্য কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান তথা সিআইপি নির্বাচন করায় দেশ ও দেশের মানুষের প্রতি আমার দায়িত্ব আরো বেড়ে গেছে।