রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)পুরকৌশল বিভাগের আয়োজনে ‘টেকসই সামুদ্রিক ভবিষ্যতের জন্য প্লাস্টিক দূষণ প্রতিরোধ’ বিষয়ক গবেষণা সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে পুুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন সুদীপ কুমার পাল, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান আয়শা আখতার, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক সজল চন্দ্র বনিক, পুরকৌশল বিভাগের অধ্যাপক স্বপন কুমার পালিত ও পুরকৌশল বিভাগের অধ্যাপক আসিফুল হক। সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক মোছা. ফারজানা রহমান জুথী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের গবেষণা সহকারী জনাব তৃষা দাশ।
প্রসঙ্গত, ‘এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্ট’ জার্মানির পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ ও নিউক্লিয়ার নিরাপত্তা বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত একটি গবেষণা প্রকল্প।
অনুষ্ঠানে মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘বর্তমানে বাংলাদেশের সামুদ্রিক অঞ্চলে অতিমাত্রায় প্লাস্টিক দূষণ হচ্ছে। এই দূষণের ফলে প্রায় ৭০০ প্রজাতির প্রাণীর উপর বিরূপ প্রভাব ফেলছে। এমনকি বেশকিছু প্রাণী এই প্লাস্টিক দূষণের ফলে এখন প্রায় বিপন্ন। চুয়েটের গবেষকদের তত্বাবধানে পরিচালিত ‘এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্ট’ প্রকল্পের অধীনে প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে পাটের ব্যবহারের উপযোগিতা নির্ণয়সহ একটি মহাপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। যার মাধ্যমে সমুদ্রাঞ্চলে ও উপকূলীয় এলাকায় প্লাস্টিক বর্জ্যরে ব্যবহার হ্রাস করে বঙ্গোপসাগর ও দেশের অন্যান্য উপকূলীয় এলাকায় টেকসই সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করার দিক-নির্দেশনা পাওয়া সম্ভব হবে।’
















