মো. আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এলাকায় লকডাউনের ১ম দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করে ১৪ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিন।
সে সাথে এই অভিযান পরিচালানা করে চন্দনাইশ সদরে কাঁচাবাজারে জেলিযুক্ত ২০ কেজি বাগদা চিংড়িও জব্দ করা হয়েছে বলে জানা যায়।
তাছাড়াও পৌরসভা সদর এলাকায় দুটি খাবারের হোটেলের মালিক ও গাড়ির চালকদের মাস্ক না পড়ার অপরাধে সহ ৯টি মামলায় মোট ১৪ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ (২৮ জুন) সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিনসহ চন্দনাইশ থানা পুলিশের একটি টিম। এসময় তিনি বলেন, লকডাউনে ১দিনে জনসাধারণকে সর্তক করার লক্ষে এই অভিযান চালানো হয়। আগামীতেও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।