নগরীর কোতোয়ালী থানার নতুন রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ সোমবার, ২৮ জুন এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা এডিসি শাহ আবদু রউফ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ নুর হায়াত (২১), নুর বশর (৪৩) ও মোঃ রায়হান প্রকাশ রিদুয়ান(২৪)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে নতুন রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে নুর হায়াত, নুর বশর ও রায়হানকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।