চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের পেছনে থাকা এক কিশোরের মৃত্যু হয়েছে।একই ঘটনায় গুরুত্বর হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোটরসাইকেল চালক।
নিহত কিশোরের নাম মো. আয়াত নামে (১৬) সে পটিয়া উপজেলার উত্তর হাসান আলী মেম্বরের বাড়ির বাসিন্দা ফেরদৌস মিয়ার ছেলে।
বিষয় নিশ্চিত করে কর্ণফুলী থানার এসআই মনসুর চট্টগ্রাম নিউজকে বলেন গতরাত সাড়ে দশটার দিকে ফুটওভার ব্রীজের নিচে অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুইজন গুরুত্বর আহত হয়ে পরে থাকলে তাদের সেখান থেকে উদ্ধার করে কর্ণফুলী থানা পুলিশ চমেক হাসপাতালে নিয়ে গিলে মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী কিশোর আয়াত মৃত্যু বরণ করে এবং মোটরসাইকেল চালক এখনো চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘রোববার রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত এক কিশোরকে হাসপাতালে আনে পুলিশ। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’