চট্টগ্রামের সীতাকুণ্ড সাবেক স্বামীর ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্ত্রী পেয়ারা বেগম।
রোববার ( ২৭ জুন) সকালে সীতাকুণ্ড পৌরসভার ০৫ নং ওয়ার্ডের উকিল পাড়ায় এ ঘটনা ঘটে।
ওই এলাকার সাবেক স্বামী ওমর শরীফের ছুরিকাঘাতে আহত অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে স্ত্রী পেয়ারা বেগমকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি বলেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উকিল পাড়ার বাসায় সাবেক স্বামী ওমর শরীফ সাবেক স্ত্রী পেয়ারা বেগমকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। এ ঘটনায় পেরায়া বেগমের ভাই বাদী হয়ে ওমর শরীফকে একমাত্র আসামি করে মামলা করেছে। আসামি ওমর শরীফকে গ্রেফতারে অভিযান চলছে।
জানা যায় ওমর শরীফ ও পেয়ারা বেগমের সংসারে দুইটি মেয়ে আছে। বড় মেয়ের বয়স ৮ ও ছোট মেয়ের বয়স ৫ বছর। তবে গত ১৫ দিন আগে তাদের বিয়ে বিচ্ছেদ হয়।
এই বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, বেলা সোয়া ১১টার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত পেয়ারা বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে তার অপারেশন শুরু হয়।