নগরীর মুরাদপুর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. আবদুস সালাম (৫১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সালাম হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়া গ্রামের জানে আলমের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, মুরাদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত মো. আবদুস সালাম কে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল মর্গে রাখা হয়েছে