চট্টগ্রাম কর্ণফুলীতে বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে আগুন লেগে একটি বসতঘরের আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়উঠানে ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) খিলপাড়া গ্রামের মুহিবুল্লাহ খান বাড়ির হোসনে আরা বেগমের ঘরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাশের গ্রামের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন। যেহেতু সংশ্লিষ্ট গ্রামের ইউপি সদস্য সাইফুদ্দিন কোন তথ্য দিতে পারেননি।
স্থানীয় যুবক নাছির উদ্দিন জানান, পল্লী বিদ্যুৎ এর তার ছিঁড়ে ঐ ঘরে আগুন লাগে। আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণ না করতে পারায় তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ততক্ষণে আগুনে সব পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে গেছে হোসনে আরা বেগম।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান শাকিল আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিক ঘরের চারপাশে ছড়িয়ে যায়। পরিবারটির অন্তত তিন লাখ টাকার ক্ষতি হতে পারে।’