রোববার (২৭ জুন) দুপুরে চান্দগাঁওয়ের এক বাসার খাটের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মা ফাতেমা নগরীর একটি কারখানায় কাজ করার সময় মেয়ে নিখোঁজ হয়েছে। এ খবর পেয়েই বাসায় এসে দেখতে পান খাটের নিচে তার শিশুকন্যার রক্তাক্ত দেহ পড়ে আছে। খবর পেয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি আলামত সংগ্রহ করে পুলিশ ও সিআইডি।
সিএমপির চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে আলামত সংগ্রহকারী সিআইডি জানিয়েছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শিশুটির বাবা মোহাম্মদ মহিউদ্দিন দিন মজুরের কাজ করেন। স্ত্রী ফাতেমার সঙ্গে ঝগড়া করে গত ২ মাস ধরে পৃথক থাকছেন তিনি।