রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা বিভিন্ন ফার্মেসীতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ছয় ফার্মেসীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (২৭ জুন) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার চাতরী চৌমুহনী বাজারে চট্টগ্রাম ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, অনুমোদনহীন ঔষধ সংরক্ষণ করায়, ঔষধের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ না রাখায় এবং ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করার কারণে চাতুরী চৌমুহনী বাজারের ছয় ফার্মেসীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ বিক্রয় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।