করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে আনতে আগামীকাল সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সারাদেশে হোটেল ও রেস্টুরেন্ট (খাবারের দোকান) খোলা রাখা যাবে। তবে হোটেল-রেস্টুরেন্টে বসে কোনো গ্রাহককে খাবার খাওয়ানো যাবে না। তবে পার্সেল দিতে পারবে খাবারে হোটেল-রেস্টুরেন্টের মালিকরা।
রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এসব নির্দেশনা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পার্সেল দিতে পারবে খাবারের দোকান। আগামী সোমবার (২৮ জুন) থেকে ১ জুলাই ভোর ৬টা পর্যন্ত এই নির্দেশনা থাকবে।
জানা গেছে, সোমবার সীমিত পরিসরে লকডাউনের সিদ্ধান্ত হলেও আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হবে। আর বিষয়ে আগামী বৃহস্পতিবার নতুন করে সিদ্ধান্ত হবে। তখন হোটেল ও রেস্টুরেন্ট নিয়ে নতুন করে নির্দেশনা আসতে পারে।