মো: জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলা জ্যৈষ্ঠপুরা, আমুচিয়া ও কড়লডেঙ্গা পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।
তিনি বলেন, আটককৃত মিয়ানমারের নাগরিক ৩১ জন রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।
রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে বোয়ালখালী উপজেলার পাহাড়ে লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলো আটককৃতরা। সেখানে অস্থায়ী শেড বানিয়ে বসবাস করা খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।