মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার দমদমা অভয় শরণ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) দমদমা অভয় শরণ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সর্বস্তরের দায়ক-দায়িকাদের উপস্থিতিতে জরুরী সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে ২৯ সদস্যের ২ বছর মেয়াদী বিহার পরিচালনা কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটির সভাপতি মনোনীত হন এডভোকেট দীর্ঘতম বড়ুয়া ও সাধারণ সম্পাদক রণজিৎ বড়ুয়া।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি নীতি বিকাশ বড়ুয়া, সহ সভাপতি নীতি বড়ুয়া ভুলু, মধু বড়ুয়া, বিজয় বড়ুয়া বিপুল, যুগ্ম সম্পাদক ডাঃ সঞ্জয় বড়ুয়া, জনি বড়ুয়া, সৈকত বড়ুয়া, রিপন বড়ুয়া, অর্থ সম্পাদক অনুপম বড়ুয়া পপি, সহ অর্থ সম্পাদক জয় বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক কান্তি বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক রহিম বড়ুয়া, সহ মহিলা বিষয়ক সম্পাদক বিনা বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক রেকমন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদোশলীহয় বড়ুয়া, ধর্মীয় সম্পাদক সিকিম বড়ুয়া, কার্যকরী সদস্য অজয় বড়ুয়া, ব্যাংকার বিজয় বড়ুয়া, ননাই বড়ুয়া, রত্ন সের।
বড়ুয়া, রিংকু বড়ুয়া, নিউটন বড়ুয়া, সনজয় বড়ুয়া, আজয় বড়ুয়া, মিল্টন বড়ুয়া, মুক্তি বড়ুয়া, অসিল বড়ুয়া, তরুণ বড়ুয়া।
















