নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় পিকআপ – সিএনজির সংঘর্ষে সুজন চৌধুরী ধনা (৪৫) নামের এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
অপরদিকে মোটরসাইকেল – বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন।
শনিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম -কক্সবাজার আরকান সড়কে দুর্ঘটনাগুলো ঘটে।
পুলিশ জানায়, শনিবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম – কক্সবাজার আরকান সড়কে পটিয়া উপজেলার শ্রীমাই ব্রীজ এলাকায় পিকআপ – সিএনজি সংঘর্ষে ঘটনাস্হলে সিএনজির যাত্রী গ্যারেজ শ্রমিক সুজন চৌধুরী ধনা গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একইদিন সকালে উপজেলার হাইদগাঁও বিওসি সড়কে মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪ জন আহত হয়। স্হানীয় ও পটিয়া ফায়ার সার্ভিস সির্ভিল ডিফেন্সের সদস্যরা পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। এই ঘটনায় পিক-আপ ও সিএনজি জব্দ করা হয়।
















