ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ টিটু (৩১) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরো একজন।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে লিংক রোডে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ টিটু (৩২) সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট কালু শাহ মাজার এলাকার মোহাম্মদ শামসু’র ছেলে।আহত মোহাম্মদ রোহান (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল করিম জানান, সন্ধ্যায় লিংক রোডের ওয়াকওয়ে দিয়ে টিটু ও রোহান হাঁটচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে একটি প্রাইভেট কার চালানো হচ্ছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওয়াকওয়ের সঙ্গে ধাক্কা লাগায়। এতে দু’জন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। ওয়াকওয়ের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটিও দুমড়ে-মুচড়ে গেছে । এই ঘটনার ফলে পালিয়ে যায় গাড়ির চালক । গাড়ির নম্বরের সূত্র ধরে এর মালিককে আমরা শনাক্তের চেষ্টা করছি বলে জানান তৌহিদুল করিম ।
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান,ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত দুই জনকে রাত ৮ টার দিকে হাসপাতালে আনা হলে টিটু নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত রোহান চিকিৎসাধীন রয়েছে।















