চট্টগ্রামে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ রোধে ৬ দফা বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার টু ডিসি পিযুষ কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে হ্যান্ডমাইক দিয়ে জনসাধারণকে করোনা সস্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর ভয়াবহতা জানিয়ে সরকার ঘোষিত নির্দেশনা প্রতিপালন করার জন্য আহ্বান জানানো হয়েছে। এসময় রাস্তার পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
ছয় দফা বিধিনিষেধ গুলো হলো:
১। দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সকল জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।
২। অফিস-আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
৩। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনার টিকা সনদ প্রদর্শন করতে হবে।
৪। ১২ বছরের ঊর্ধ্বে সকল ছাত্র-ছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
৫। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকাসনদ থাকতে হবে।
৬। কোভিড আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশসহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।















