নিজস্ব প্রতিবেদক॥
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনের সাথে ভটভটির সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার লাকসাম ষ্টেশন প্রবেশের আগে লেভেল ক্রসিং-এ দুর্ঘটনাটি ঘটে।
এতে ভটভটিসহ চালক ২০ হাত দূরে ছিটকে পড়ে মাথায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে পাশের হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি কিছু ধীরগতিতে লাকসাম প্রবেশ করছিলো। ভটভটির চালক কোন দিকে খেয়াল না করে লাইনের কাছাকাছি চলে আসলে চালক ট্রেনের গতি কমিয়ে কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দূর্ঘটনাটি ঘটে।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে লাকসাম ষ্টেশন মাষ্টার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিচয় না দিয়ে ফোন লাইন কেটে দেন।
তবে খবর নিয়ে জানা যায়, ঘটনার সময় রেল গেইটে কোন গেইটম্যান ছিলনা। দৈনিক শতশত মানুষ এই লেভেল ক্রসিং দিয়ে পারাপার করলেও রেলওয়ে কতৃপক্ষ বিষয়টি তেমন নজরে না রাখার অভিযোগ রয়েছে।















