হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে ছুরিকাঘাতে নিহত মিলাদুন্নবী ( ৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালিয়ারহাটের পশ্চিমের ১নং পাহাড়তলী ওয়ার্ডের হঠাৎ কলোনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, তার বাড়ি সন্ধীপ উপজেলার কালাপানিয়াতে হলেও তারা বেশ কিছু দিন যাবত পরিবার পরিজন নিয়ে এক নং পাহাড়তলী ওয়ার্ডের শান্তি কলোনীর জনৈক ফরিদের ভাড়া বাসায় থাকে। সে জাহাঙ্গীর আলমের পুত্র।
সংবাদ পেয়ে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল প্রেরন করেন।
নিহতের ছোট ভাই মোঃ আনোয়ার হোসেন জানান, তার বড় ভাই মিলাদুন্নবী গাড়ি চালানোসহ যখন যে কাজ পেতেন সেই কাজ করতেন। আজ বেলা এগারটার দিকে সে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। চারটার দিকে ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে লাশ দেখতে পায়।
এদিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, ওসি (তদন্ত) রাজিব শর্মা সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।