বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পালাতক এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার পুঁইছড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম আবু তাহের। উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মওলার পাড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
আবু তাহের একটি জিআর মামলার ১০ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ওসি কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম নিউজকে নিশ্চিত করেছেন।
















