খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাসা থেকে ডেকে নিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাবেক কর্মী অমর বিকাশ চাকমা (৪০)কে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বড়াদাম এলাকার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের শ্বশুর বিজয় চন্দ্র চাকমা জানান, রাত ৩টার দিকে কয়েকজন মুখোশধারী যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। শনিবার সকালে নোয়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত অমর চাকমা দুই বছর আগে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ থেকে দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন বলে শোনা যাচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় পুলিশ।
দীঘিনালা থানার ওসি একেএম পেয়ার আহমেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হবে। কেন এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।