মিরসরাই প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুন) বিকালে মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর নেতৃত্বে একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়।
ওই সাবজেক্ট কমিটি মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নামে ৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে।
এতে শাহাদাৎ হোসেন চৌধুরীকে চেয়ারম্যান, সদস্য সচিব এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ সাদমান সময়, দপ্তর সম্পাদক শাফায়েত মেহেদী, সদস্য নুরুল আলম, এনায়েত হোসেন মিঠু, আবু সাঈদ ভূঁইয়া, এম আনোয়ার হোসেন ও আজিজ আজহার।
ওইদিন কমিটি গঠনের পূর্বে মিরসরাই প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় ও সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, প্রচার সম্পাদক আজিজ আজহারসহ প্রেসক্লাবের সকল সদস্যরা।