নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় আবু বক্কর ছিদ্দিক মাহিম (১১) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি ) দুপুর সাড়ে বারোটার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ফোর স্টার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবু বক্কর ছিদ্দিক মাহিম আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মো. ছবুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল । এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিমের মৃত্যু হয়।
এব্যাপারে জানতে চাইলে দৌলতপুর আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বলেন ছেলেটি আমাদের হেফজখানার ছাত্র আজ আমাদের মাদ্রাসার ৮১ তম বার্ষিক মাহফিল হচ্ছিল তাই আজকে ক্লাস বন্ধ ছিল। ওইসময় সে সবার অগোচরে নানার বাড়ির উদ্দেশ্য রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘাতক ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পুরো মাদ্রাসা জুড়ে শোকের ছায়া চলে আসছে। এতে আমরা খুবই মর্মাহত।
ঘটনাস্থল পরিদর্শনকারী শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মাহমুদ বলেন বড়উঠানে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
			
		    















