মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদের বিদায়ী সদস্য-সদস্যাদের সংবর্ধনা, নব-নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিদায়ীদের সংবর্ধনা, নতুনদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইছাখালী ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় এবং নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল মোস্তফার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী নিজাম, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজম খাঁন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম।
নব-নির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু। অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান, বিদায়ী ইউপি সদস্য, নব-নির্বাচিত সকল সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং দায়িত্ব হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, ২০২১ সালের ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে মিরসরাইয়ে ১৬ জন চেয়ারম্যান ও ১৯২ জন ইউপি সদস্য নির্বাচিত হয়। ২৮ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজে ১৬ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের এবং ৩০ ডিসেম্বর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
			
		    















