নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাতরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় একজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপর ১টার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম অংকুর দত্ত (৩২)। তিনি আনোয়ারা উপজেলার সিংহরা গ্রামের নেপাল দত্তের ছেলে।
বিষয়টি নিশ্চিত করছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিদারুল ইসলাম শিকদার।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরের দিকে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা ৭ নম্বর ওয়ার্ডে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। এতে এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে অংকুর নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।
















