আনোয়ারা প্রতিনিধি
রাত পেরোলেই আনোয়ারা অনুষ্ঠিত হবে ৫ম ধাপের ইউপি নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে সংঘর্ষ ও হামলার খবর ।
উপজেলার বৈরাগ, বরুমচড়া, রায়পুর , আনোয়ারা সদর, পরৈকোড়া, হাইলধর , চাতরী, ইউনিয়নে নির্বাচনি ক্যাম্প ভাঙচুর , মারামারিসহ ছোট-বড় সংঘাতের ঘটনায় আতঙ্কিত এখানকার ভোটাররা। নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন বলছে, উপজেলার ১০টি ইউনিয়নের ৯২টি কেন্দ্রের মধ্যে ৩২ টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৭টি ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ ইউনিয়ন হলো- বরুমচড়া, রায়পুর, আনোয়ারা সদর, ,বৈরাগ, হাইলধর, পরৈকোড়া ।
নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে সার্বিক পর্যবেক্ষণে যেসব কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হয়েছে তা হলো ৫নং বরুমছড়া ইউনিয়নের ৩,৫,৮,৯ কেন্দ্র, ১নং বৈরাগ ইউনিয়নের ৮,৬,৪ নং কেন্দ্র ,২নং বারশত ইউনিয়নের ১,৩,৫ নং কেন্দ্র ৩নং রায়পুরে ৯টি সব কয়টি কেন্দ্র ও ৮নং চাতরীতে রয়েছে ৩নং ওয়ার্ড ৯নং পরৈকোড়াতে রয়েছে ১,৩,৫,৬,৯ নং ওয়ার্ডের কেন্দ্র, আনোয়ারা সদরে ১,২,৩,৫,৬,৯নং ওয়ার্ড ।
এদিকে থানা থেকে দূরবর্তী এবং অস্থায়ী কেন্দ্রে ভোটার বেশি রায়পুর, বরুমচড়া,পরৈকোড়া অস্থায়ী কেন্দ্রে গোলযোগ বেশি হতে পারে।
উপজেলার বরুমচড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন বলেন, আমার ইউনিয়নটি থানা থেকে অনেক দূরে । এ ইউনিয়নের বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
অপরদিকে বৈরাগ ইউনিয়নের মেম্বার পদ প্রার্থী আবদুল আজিজ বলেন, আমার ৯নং ওয়ার্ড খুব ঝুঁকিপূর্ণ । আমাকে কয়েকবার প্রচারণায় বাধা দেয় হয়েছে । আমার উপর হামলা ও হয়েছে।
এদিকে উপজেলার ১০টি ইউপিতে ৯২টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৫ ভোটকেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেন সবাই নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেটা ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ ভোট নিয়ে অন্য কোনো চিন্তা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন।
নির্বাচনের সহিংসতার বিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার জানান, নির্বাচনকে সামনে রেখে আমরা সর্তক অবস্থায় রয়েছি। সব জায়গায় নিয়মিত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত টহল পুলিশ বৃদ্ধি করা রয়েছে।
















