বাংলাদেশ ছাত্রলীগের গৌরবের ৭৪ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ওমরগনিএমইএস কলেজ ছাত্রলীগ এর উদ্যোগে বিভিন্ন কমসূর্চী মাধ্যমে পালন করা হয়।
আজ মঙ্গলবার (৪ঠা জানুয়ারী) বেলা বারটায় কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন স্বরুপ পুষ্পমাল্য অর্পণ করার মাধ্যমে কমসূচীর সূচনা করা হয়।
কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা দুই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আর্দশের জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধায় মাথানত করে নিরবতা পালন করে। এরপরে প্রতিষ্ঠার ৭৪ তম বার্ষিকীর কেক কাটেন কলেজ অধ্যক্ষ ও সাবেক ছাত্রলীগনেতা আনম সরওয়ার আলম।
তিনি কেক কাটার পারম্ভ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেছিলেন তাই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রলীগকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।
পুরো ক্যাম্পাসে তুমুল করতালি আর শ্লোগান শ্লোগানে মুখরিত তোলে। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, ছাত্রলীগনেতা আলাউদ্দীন আলোসহ প্রমুখ নেতৃবৃন্দ।
















