নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের কর্ণফুলীতে এক হাজার পাঁচ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (০২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার ইছানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-কর্ণফুলী উপজেলার ইছানগর গ্রামের আবুল কালামের পুত্র আবু তাহের (৪২) ও তার স্ত্রী রোকসানা আক্তার (৩২)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ ।
অভিযান পরিচালনা কারী এসআই সুমন দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলী ইছানগর এলাকার একটি বাড়ি থেকে এক হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
















