নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি :
হৃদরোগে আক্রান্ত হয়ে দৈনিক পূর্বকোণ পত্রিকার পটিয়া উপজেলা প্রতিনিধি ও পটিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ (৬২) রবিবার সকাল ৯টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
রবিবার বাদে আছর উজিরপুর কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে ।
দীর্ঘদিন যাবত তিনি গণমাধ্যমকর্মী হিসাবে কাজ করে যাচ্ছেন।
জানা যায়, সকালে বুকের ব্যাথাজনিত অনুভব করলে পরিবারের সদস্যরা পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সাংবাদিক হারুনুর রশীদ সিদ্দিকীর আকস্মিক এই মৃত্যুতে পটিয়া সহ পুরো চট্টগ্রামের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
















