নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে ২০২২ শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।
শনিবার (০১ জানুয়ারি) সকালে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে “বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
বই বিতরণ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তির সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ।
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
















