সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: শিক্ষা বর্ষে প্রথম দিনে,শিক্ষার্থীরদের জনে জনে,বই নিবে খুশি মনে – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বিলাইছড়ি উপজেলার সব-কটি বিদ্যালয়ে বই বিতরণ বা বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিতরণ করা হয়েছে মাতৃভাষার বইও।
পহেলা জানুয়ারী (শনিবার) প্রথম দিনে বই হাতে পেয়ে খুবই খুশি শিক্ষার্থীরা।
বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সঙ্গে মুঠো ফোনে কথা হলে তারা জানান, বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘল ছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্য, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।
২ নং কেংড়াছড়ির ইউনিয়নের কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও কুতুব দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং কেংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা অফিসার রুপময় চাকমা।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) এবং মহিলা মেম্বার, ওয়ার্ড মেম্বার ও স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটি অবিভাবকবৃন্দ।
উপজেলায় মাধ্যমিক, নিম্ম মাধ্যমিক ও প্রাথমিক সরকারি – বেসরকারি মিলে মোট – ৫৯ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এইসব বই বিতরণ করা হয়।
















