নগরীর ৩৯নং দক্ষিণ হালিহর ওয়ার্ডে সিমেন্ট ক্রসিং হাসপাতাল গেইটস্থ জেলে পাড়ায় বড় নালার উপর দেড় কিলোমিটার অংশ জুড়ে থাকা শতাধিক অবৈধ স্থাপনা সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের একটি দল গত দু’দিন ধারে অভিযান চালিয়ে সম্পূর্ণ নালাটি দখল মুক্ত করেন।
কাউন্সিলর জিয়াউল হক সুমন জানান, ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হলে নালাটির উপর অবৈধ স্থাপনা থাকায় পানি চলাচল রুদ্ধ হয়ে বর্ষায় বিরাট এলাকা জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ বাড়ে। এই সমস্যার আশু সমাধানে মেয়রের নির্দেশে নালাটির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ হলেও ভরাট মাটি উত্তোলন ও আবর্জনা পরিষ্কার করে পানি চলাচল উপযোগী করতে আরো দশ দিন সময় লাগতে পারে।
তিনি আরো জানান, এই বড় নালাটির পানি মাইট্যাল্লা খালে গিয়ে পড়ে এবং নৌ-বাহিনী আবাসিক এলাকা ও সিইপিজেডের পানিও বিভিন্ন নালা হয়ে এই খালে গিয়ে পড়ে। কিন্তু খালটি ভরাট হয়ে আছে। এই খালটিকে ভরাটমুক্ত করার দায়িত্ব সিডিএ’র হলেও তাদের কার্যক্রমের তালিকায় এই খালটি কেন নেই-তা বোধগম্য নয়। তবে আমরা সিডিএ কে মাইট্যাল্লা খাল ভরাট মুক্ত করতে তাগিদ দিয়ে আসছি।
এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের আহবায়ক হাজী হারুন উর রশিদ, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু তাহের, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, আওয়ামী লীগ নেতা মো. আক্কাস উদ্দিন, আবদুর রউফ, মো. ইলিয়াছ, মো. হারুন, চন্দ্র আশিষ, থানা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, নগর ছাত্রলীগের লোকামন, সাহাবুদ্দিন, ইকবাল হোসেন নয়ন, জেবায়ের খলিল দিপু, ইয়াছিন প্রমুখ।