বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বসতঘরের দরজা কেটে নগদ টাকা, স্বর্ণলংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরের দল।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ২নং ওয়ার্ডের মরহুম শামসুল আলমের বাড়ির রেজাউল ও রবিউলের ঘরে এ ঘটনা ঘটেছে।
চোরেরদল আলমিরা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. মামুন উদ্দিন।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে আসলে ঘরের দরজা খোলা ও মালামাল তছনছ দেখতে পান। বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানার উপপরিদর্শক (এসআই) সুমন কান্তি দে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
















