নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ব্যাপী চলছে নির্বাচনী আমেজ ও হাওয়া , ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার, পাড়া মহল্লা সর্বত্রই নির্বাচনী আলোচনা, কে কেমন প্রার্থী, কার গ্রহণ যোগ্যতা কতটুকু এ নিয়ে ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ, ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষনা হওয়ায় সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১, আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৪,৫,৬, নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী নারগিছ আক্তার নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মেম্বার পদপ্রার্থী নারগিছ আক্তার সাদা মনের, স্পষ্টবাদী, পরিশ্রমি ও পরোপকারী ব্যক্তি। সাধারণ মানুষের যে কোন বিপদে,আপদে দিন রাত এগিয়ে আসেন তিনি এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে থাকেন। ইতিমধ্যে তার এলাকা ৪,৫,৬, নং ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয়তা এবং ওয়ার্ডবাসীর আস্তা ভালোবাসা অর্জন করেছেন। মহামারী করোনা কালে প্রতিনিয়ত ই করোনায় আক্রান্ত হয়ে অনেকেই মৃত্যুবরণ করেছে।
অনেক আপনজন ব্যক্তি করোনায় আক্রান্ত ব্যক্তির পাশে না দাঁড়ালে ও নিজের জীবনের ঝুকি নিয়ে ছুটে গিয়েছে তাদের বাড়িতে মেম্বার পদপ্রার্থী নারগিছ আক্তার। সরকারী ত্রান সুষ্ঠুভাবে বন্টন সহ সাধ্যমত সহযোগিতা করেছে এলাকাবাসীকে।
মেম্বার পদপ্রার্থী নারগিছ আক্তারের সাথে কথা বললে তিনি জানান, আমি শুধু নির্বাচনকে সামনে রেখে নয় প্রতিনিয়ত মানুয়ের জন্য কাজ করে থাকি এবং এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আশা করছি আমার এলাকার ভোটারদের ভালোবাসার ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হয়ে আমি এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে পারবো।
তিনি বলেন উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে তারই ধারাবাহিকতা বজায় রেখে দুর্নীতি, মাদক, বাল্যবিবাহসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ওয়ার্ডের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবো। আমার এলাকার সকলের কাছে আমি দোয়া ও সমর্থন চাই।
















