আনোয়ারা প্রতিনিধি
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তিন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার বিভিন্ন ইউপিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
তিনি বলেন, আজ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাতরী ইউনিয়নে আবুল মনচুর , বৈরাগে মোহাম্মদ ওসমান, বটতলীতে আবদুল মাবুদ নামে ৩ জন মেম্বার প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয় ।
এ সময় আনুমানিক ২০ টি অটোরিকশা থেকে একাধিক মাইক ব্যবহার করার কারণে একটি রেখে অন্যগুলো খোলা হয়। আগামীকাল থেকে অভিযান আরো কঠোর করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
















