মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মিরসরাই সদর (৯ নং) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, নবনির্বাচিত চেয়ারম্যান সামছুল আলম দিদারের নিজস্ব অর্থায়নে ৯’শ কম্বল ও প্রায় ৭ হাজার শীতের জামা বিতরণ করা হয়।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন।
নবনির্বাচিত চেয়ারম্যান সামছুল আলম দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মা, সাবেক সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন রুবেল সহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরসরাই সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সামছুল আলম দিদার জানান, মিরসরাইয়ের আগামীর কর্ণধার আইটি বিষেজ্ঞ মাহবুব রহমান রুলেরে পরামর্শ ক্রমে প্রতি বছরের মতো এবারও আমার ব্যক্তিগত অর্থায়নের ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দরিদ্রদের মাঝে ৯’শ কম্বল ও প্রায় ৭ হাজার শীতের জামা বিতরণ করেছি।
ইউনিয়ন ছাড়াও উপজেলার বিভিন্ন বাজাওে সিএনজি-অটোরিক্সা চালকদের মাঝেও এই শীতবস্ত্র বিতরণ করেছি।
















