কর্ণফুলীতে সরকারি নির্দেশ অমান্য করে বিয়ের আয়োজন করায় ‘ঝুমুর কমিউনিটি সেন্টার’নামক এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সাথে বর-কণে পক্ষকেও জরিমানা গুনতে হলো।
২৫ জুন (শুক্রবার) দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকার ওই কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসনের সিএ দীপক চাকমা ও অফিস সহকারি।
ম্যাজিস্ট্রেট জানান, ‘সরকারি বিধি নিষেধ অমান্য করে কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়ায় ঝুমুর কমিউনিটি সেন্টারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও একই সাথে বিধিনিষেধ লঙ্ঘন করে বিয়ের আয়োজন করায় বর-কণে পক্ষকে আড়াই হাজার করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
কভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির দিকে নজর রেখে কমিউনিটি সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। এসব নির্দেশনা উপেক্ষা করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এমন খবরে পেয়ে অভিযান চালানো হয়। এমনকি দেখা গেছে, তাঁদের কাছে বিধিনিষেধের কোনো বালাই নেই।
পাশাপাশি তাদের স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মকান্ড পরিচালনার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়েছে। করোনা প্রতিরোধে চট্টগ্রামসহ সারাদেশে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।