মিরসরাই প্রতিনিধি:
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বিজয় দিবস উদযাপন ও সেচ্ছাসেবী সংগঠন কেরানীবাড়ী পাঠাগারের ১যুগ পূর্তি উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কেরানী বাড়ি পাঠাগারের সহ-সভাপতি তানভীর আহমেদের সঞ্চালনায় এবং সংগঠনের উপদেষ্টা চেয়ারম্যান ফজলুল করিম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বারইয়াহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এস.এ ফারুক।
অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেরানীবাড়ী পাঠাগারের সদস্য সরোয়ার নাহিদ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারইয়াহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সির নিজাম উদ্দিন, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহসান পাশা, বীর মুক্তিযোদ্ধা আলী আহসান খাঁন বোরহান, নুরুল আলম ইরানী, বারইয়াহাট জেনারেল হাসপাতালের এমডি কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাঈফ উদ্দিন, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, অধম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজিদ, জাগ্রত প্রতিভার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক আকতার হোসেন, কেরানীবাড়ী পাঠাগারের সদস্য দিদারুল আলম, আনোয়ার হোসেন, ইমাম উদ্দিন, কামরুল ইসলাম, সালমান গিয়াস, মো. রিজবী, রিশাদ বিন আলম, আজিম উদ্দিন, শায়েস্তা খান পিয়ান, মো. মুরাদ, মো. কাউছার, সুমন সহ নির্বাণ সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কেরানীবাড়ী পাঠাগারের উদ্যোগে সপ্তম বারের মতো এই আয়োজনে ৮টি বুথে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় ৯শত রোগীর বিনামূল্যে খতনা, হেপাটাইটিস-বি পরীক্ষা, শিশুরোগ নির্ণয়, মেডিসিন, ডেন্টাল, চক্ষু পরীক্ষা, ঠোঁট ও তালু কাটা, জন্মগত পা বাঁকা ইত্যাদি রোগের বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
ফ্রি চিকিৎসা সেবা নিতে আসা জয়নাল আবেদীন বলেন, আমার জন্মগত ভাবে ঠোঁট কাটা ছিল। চার বছর আগে কেরানীবাড়ী পাঠাগারের উদ্যোগে ঠোঁট কাটার চিকিৎসা করিয়েছি। আমি এখন সম্পন্ন সুস্থ আছি।
কেরানীবাড়ী পাঠাগারের উপদেষ্টা চেয়ারম্যান ফজলুল করিম লিটন বলেন, কেরানীবাড়ী পাঠাগার জন্মলগ্ন থেকে মানুষের ফ্রি চিকিৎসা সেবা, গরীব মেয়ের বিয়েতে আর্থিক অনুদান, শিক্ষা সহায়তাসহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। আমাদের সংগঠনের দ্বারায় যদি সমাজের অসহায় মানুষের উপকার হয় থাকে তাই হবে আমাদের স্বার্থকতা।
















