চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, শ্রমিকরা পুরাতন জাহাজ কাটার সময় হঠাৎ করে আগুন লেগে যায়। দগ্ধদের মধ্যে মো. সোহেল রানা (২৫), জাহিদ হাসান (২৬), মো. মিজানুর রহমান মিলন (৪০), মো. ফিরোজ (২৪) এর পরিচয় পাওয়া গেছে।
কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নাজমুল আহসান বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের তিনটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। শিপইয়ার্ড কর্তৃপক্ষ নিজেরাই উদ্ধার তৎপরতা চালায়। পরে আমরা চলে আসি।
















