নিজস্ব প্রতিবেদক :
কর্ণফুলী উপজেলার ইউপি নির্বাচনে প্রচারনার শেষ দিনে ২নং বড়উঠান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ইফতেখার উদ্দিন খান তৌহিদ ফুটবল প্রতীকের পক্ষে বিশাল গণমিছিল হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় গণমিছিলটি ডাকপাড়া জমিয়তুল মামুর জামে মসজিদ মাঠ থেকে বের হয়ে পুরো ওয়ার্ড প্রদক্ষিণ করেছে। মিছিলে অংশ নেন ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
মিছিল শেষে মেম্বার প্রার্থী তৌহিদের বাড়িতে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন প্রসেসর আমিনুল হক খান,মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, এয়ার মোহাম্মদ, এমরান, আবুল হাসেম,মোরশেদ প্রমুখ ।
বক্তারা ২৬ ডিসেম্বর নির্বাচনে কালো টাকা প্রতিহত করে নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দেয়ার জন্য কর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানান।
মেম্বার প্রার্থী ইফতেখার উদ্দিন তৌহিদ বলেন, তিনি নির্বাচিত হলে একটা উন্নয়ন পরিকল্পনা করে ৯ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবেন। প্রতিশ্র“তি নয় কর্মের মাধ্যমেই তিনি ওয়ার্ডবাসীকে এগিয়ে নিতে চান।
উল্লেখ্য, চতুর্থ দফায় দেশব্যাপী অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কর্ণফুলী উপজেলায় ৪ টি ইউনিয়নে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
















