চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে দোহাজারী-কক্সবাজার রেললাইনের সাতকানিয়া সদর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রকি (৩৫) সে চকরিয়া হারবাং এলাকার আহমদ শফির ছেলে।তিনি একজন ফার্নিচার মিস্ত্রি।
জানা যায় ,নিহত রকি সাতকানিয়া সদর ইউনিয়নের মো. মনজুর আলম নামে এক ফার্নিচার ব্যবসায়ীর দোকানে কাজ করতো। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে অবস্থার অবনতি হলে সেখান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার সকালে হাসপাতালের ২৮ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এইবিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। আমরা ঘটনাস্থলে এসে বিষয়টা তদন্ত করছি।