মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বিজয় র্যালি, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মাধ্যমে উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিজয় মেলার উদ্বোধন করেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে ও জাহেদুল ইসলাম সুজনের সঞ্চালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রুহেল।
প্রধান অতিথীর বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে আজ আমরা এ বিজয়মেলার আয়োজন করতে পেরেছি তা কেবলমাত্র সম্ভব হয়েছে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে।
আজ এ বিজয়মেলার মঞ্চে দাঁড়িয়ে আমি মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঞ্চে আজ দেশে ঘরে ঘরে বিদ্যুত, অথচ বিগত সময়ে বিএনপি জামায়াত সেটা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, উন্নয়ন আমরা সবাই চাই, তবে সে উন্নয়ন হতে হবে টেকসই। উন্নয়নের পাশাপাশি, আমাদের পানি, কৃষি সহ যাবতীয় কাঠামো যাতে টিকে থাকে তার দিকে বিশেষ নজর রাখতে হবে।
ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের তত্বাবধানে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলএকটি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল হবে। বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হবে মিরসরাই।
এছাড়াও বক্তব্য রাখেন ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের চেয়ারমান ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, ৪ নং ধুম ইউনিয়নের চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, ৭ নং কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ূন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া, ৫ নং ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ৯ নং মিরসরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার, ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা সহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
















